ইসরাইলকে শিগগির গাজা গণহত্যার মূল্য দিতে হবে : এরদোগান

0
25

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেন, শিগগির গাজায় চালানো এই গণহত্যার মূল্য ইসরাইলকে অবশ্যই পরিশোধ করতে হবে।

তিনি এক এক্সবার্তা বলেন, ইসরাইল গত এক বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে। তাকে এই গণহত্যার মূল্য অবশ্যই দিতে হবে। যেভাবে হিটলারকে মানবিক জোট থামিয়েছিল, নেতানিয়াহু এবং তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ক একইভাবে বন্ধ করা হবে।

এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এই গণহত্যার দায় এড়াতে পারবে না জানিয়ে বলেন, যে বিশ্বে গাজা গণহত্যার জন্য কোনো হিসাব রাখা হবে না, সে বিশ্ব কখনো শান্তি পাবে না।

এরদোগান গাজা এবং লেবাননে সঙ্ঘাত বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার সমালোচনা করার পর বলেন, ইসরাইলের গণহত্যা, দখলদারিত্ব এবং আক্রমণের দীর্ঘস্থায়ী নীতির এখনই অবসান ঘটানো উচিত।

সূত্র : টাইমস অফ ইসরাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here