কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

0
87

সাকিব আল হাসান থাকছেন না নিশ্চিতভাবেই, মোস্তাফিজুর রহমানকেও দেয়া হয়েছে বিরতি। এমতাবস্থায় কেমন হবে বাংলাদেশের একাদশ, তা নিয়ে আলোচনার শেষ নেই। সৌম্য সরকারের অনুপস্থিতিতে ইনিংস উদ্বোধন করবেন কে, তা নিয়েও আছে প্রশ্ন। উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে টস পর্যন্ত।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ শুরু হচ্ছে আজ। প্রতিপক্ষ সহজ হলেও বেশ কঠিন লক্ষ্য বাংলাদেশের সামনে। বিশ্বকাপের আগে দলের সমন্বয় ঠিক করতে শেষ সুযোগ বলা যায় এই সিরিজকেই। সিরিজের প্রথম ম্যাচে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ।

প্রথম ম্যাচে মাঠে নামার আগে বড় প্রশ্ন, লিটন দাসের সাথে ইনিংস উদ্বোধন করবেন কে? তানজিদ তামিম নাকি পারভেজ ইমন? তানজিদ এখন পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি অভিষেক হয়নি তার। ইমনের অভিষেক হলেও এক ম্যাচেই থমকে আছে তার ক্যারিয়ার।

মিডল অর্ডারে ফের দেখা মিলতে পারে আফিফ হোসেনের। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া এই ক্রিকেটারের বড় সুযোগ নিজেকে প্রমাণের। সুযোগটা এসেছে সাকিব আল হাসান না থাকায়। বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে যা লুফে নেয়া ছাড়া বিকল্প নেই তার সামনে।

প্রায় দেড় বছর পর একাদশে ফিরতে পারেন সাইফুদ্দীন। একজন পেস অলরাউন্ডারের অভাব পূরণ করা সাইফ মাত্র লড়াই করে ফিরেছেন চোটের সাথে। জিম্বাবুয়ে সিরিজ দিয়েই তাই জাতীয় দলে জায়গাটা আবার পাকাপোক্ত করতে হবে তার। একই কথা তানভীর ইসলামের জন্যেও।

তাছাড়া জাকের আলি, রিশাদ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদরা তো একাদশে নিশ্চিত বলা যায়। তাওহীদ হৃদয়, শরিফুল ইসলামরাও আছেন যেই তালিকায়।

যেমন হতে পারে সম্ভাব্য একাদশ :
লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, সাইফুদ্দীন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here