অডিও-ভিডিও কলিং পরিষেবা সংস্থা স্কাইপ আগামী মে মাস থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে এর মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
স্কাইপ একসময় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটে পরিণত হয়েছিল। এটি ব্যবহার করে মানুষ কম্পিউটারের মাধ্যমে সারা বিশ্বে বন্ধুবান্ধব ও পরিবারের সাথে বিনামূল্যে ভয়েস কল করতে পারত।
ওই সময় স্কাইপের মতো আরো বেশ কিছু পরিষেবা ছিল। কিন্তু জনসাধারণকে বিনামূল্যে কম্পিউটার থেকে কম্পিউটারে কথা বলার সুযোগ করে দেয়ার কারণে এটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক ঘোষণায় স্কাইপ জানায়, ব্যবহারকারীরা ‘মাইক্রোসফ্ট টিমসে’ সাইন ইন করতে পারবেন। এর মাধ্যমে তারা তাদের অ্যাকাউন্টে থাকা সমস্ত চ্যাট ও অন্যদের সাথে সংযুক্ত থাকতে পারবেন।
এ বিষয়ে মাইক্রোসফট তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
স্কাইপ ২০০৩ সালে চালু হলেও পরে ২০১১ সালে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় টেক জায়ান্ট মাইক্রোসফট। সে সময়ে সবচেয়ে বেশি দামে কোনো প্রতিষ্ঠানের মালিকানা কেনার ঘটনা ছিল।
সূত্র : বিবিসি