তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান আমি: তমা

0
66

‘সুড়ঙ্গ’খ্যাত অভিনেত্রী তমা মির্জার জন্মদিন ছিল ১ জুন। এ উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন। প্রতি উত্তরে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এ চিত্রনায়িকা। দুজনই দুজনকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন সবসময়।
পোস্ট করা ছবিতে দুজনকে সুন্দর একটি ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায়। সেই পোস্টের ক্যাপশনে তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাফী লেখেনÑ ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদযাপন করো। শুভ জন্মদিন তমা।’
রাফীর সেই পোস্টে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। এমনকি তমা মির্জাও মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’
স¤প্রতি তমা মির্জা আলোচনায় এসেছিলেন মিষ্টি জান্নাত প্রসঙ্গে মামলা করে। তবে সেই সমস্যার সমাধানও হয়েছে। আর রায়হান রাফী ‘তুফান’ সিনেমার একটি বিশেষ মুহূর্ত প্রকাশ করে সামাজিক পাতায় ঝড় তুলে দিয়েছে।
তমা মির্জা ২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here