দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আতিশি মারলেনা। গতকাল অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আম আদমি পার্টি সর্বসম্মতিক্রমে ৪২ বছরের আতিশিকে বিধায়ক দলের বৈঠকে নেতা নির্বাচিত করে। গত রবিবার কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জনতার রায় নিয়ে মুখ্যমন্ত্রী হবেন। দিল্লির আবগারি নীতির দুর্নীতির কারণে কেজরিওয়ালকে দুর্নীতি দমনে সংস্থা সিবিআই গ্রেপ্তার করেছিল। গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট তাকে জামিন দেন।