দুই নারীকে ধূমপানে বাধা দেয়া রিংকু কারাগারে

0
9

রাজধানীর লালমাটিয়ায় একটি চায়ের দোকানে দু’ তরুণীর ধূমপানে বাধা দেয়া ও তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেফতার হওয়া রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ মার্চ) তাকে আদালতে উপস্থিত করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

অন্যদিকে তার জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান রিংকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, গত ২ মার্চ রাজধানীর লালমাটিয়ার একটি চায়ের দোকানে দু’ তরুণী ধূমপান করছিলেন। এ সময় এক বয়স্ক ব্যক্তি তাদের ধূমপান নিয়ে আপত্তি জানান, যা নিয়ে শুরু হয় বাগবিতণ্ডা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং রিংকু নামের ওই ব্যক্তি তরুণীদের সাথে দুর্ব্যবহার ও শারীরিক লাঞ্ছনার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করলেও ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে সোমবার (১০ মার্চ) পুলিশ অভিযুক্ত রিংকুকে গ্রেফতার করে। গ্রেফতারের পর ফেসবুকে পোস্ট করে তথ্যটির সত্যতা নিশ্চিত করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here