নিউইয়র্কে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল

0
84

নিউইয়র্ক : নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র ইফতার ও দোয়া মাহফিল। ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে গত ৮ এপ্রিল সোমবার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র প্রবাসী নবীগঞ্জবাসীর এ সংগঠনের ইফতার মাহফিল। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
সংগঠনের সভাপতি শেখ জামাল হোসেনের সভাপত্বিতে এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী টিপুর পরিচালনায় ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মুবাশ্বির হোসেন চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, হাসান আলী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহ সভাপতি ডা. মাসুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, স্টারলিং ডায়াগনস্টিকস অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার এর সিইও আব্দুর ওয়াহিদ চৌধুরী জাকি, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উপদেষ্টা মজলু হোসাইন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এর উপদেষ্টা মোঃ আব্দুর রব দলা মিয়া, সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, সহ সভাপতি প্রফেসার আমিনুল হক চুন্নু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি শাহীন কামালী, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, মোহাম্মদ লায়েক, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি সারওয়ার চৌধুরী, বিবিএর সাধারণ সম্পাদক এ ইসলাম মামুন, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, হবিগঞ্জ জেলা সদর সমিতির সভাপতি মিয়া এম আসকির, সাধারণ সম্পাদক আমির আলী, সার্জেন্ট বিলাল ইসলাম, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সাধারণ সম্পাদক কাজী রবি-উজ-জামান, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ আলী, মোঃ মামুন, আফজল আলী. বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক এর আইন ও আন্তর্জাতিক সম্পাদক কাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক মছনুর রহমান, সদস্য হুমায়ূন কবির সোহেল, আয়োজক সংগঠনের সহ সভাপতি আজমান আলী, কোষাধ্যক্ষ গোলাম মুহিত, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সদস্য আক্তার হোসেন নানু প্রমুখ। সহযোগিতায় ছিলেন সহ সভাপতি মামুন আলী ও সদস্য আবুল হাছনাত সাজু প্রমুখ।
মাহফিলে মাওলানা আবুল কাশেম এয়াহইয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামীন সকল ইবাদাত-বন্দেগী থেকে সিয়ামকে আলাদা মর্যাদা দিয়েছেন। এর সমমর্যাদার আর কোন আমল নেই। রোজা এমন একটি আমল যাতে লোক দেখানো ভাব থাকে না। মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম শুধু আল্লাহ রাব্বুল আলামীনের জন্য, তিনিই তার প্রতিদান দেবেন। মুনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী নবীগঞ্জবাসী এ ইফতার মাহফিলে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here