বাংলাদেশের বিপক্ষে চলমান কানপুর টেস্টে খালিদ আহমেদকে আউট করার মধ্য দিয়ে পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানকে ছাড়িয়ে গেলেন রবিন্দ্র জাদেজা। ভারতীয় এই তারকা অলরাউন্ডার টেস্টে তিন হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন।
রবিন্দ্র জাদেজা ক্যারিয়ারের ৭৪তম টেস্টে এ নজির গড়েছেন। তার আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান ৭৫তম টেস্টে এই কীর্তি গড়েছিলেন।
ভারতীয়দের মধ্যে টেস্টে ৩০০ উইকেট এবং তিন হাজার রান সংগ্রহের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অধিনায়ক কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন। কপিল দেব ৮৩তম টেস্টে আর বর্তমান তারকা ক্রিকেটার রবিন্দ্রন অশ্বিন ৮৮তম টেস্টে এই মাইলফলক স্পর্শ করেন।
টেস্টে ৩০০ উইকেটের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে ২২০ আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪টি উইকেট শিকার করেন ৩৫ বছর বয়সি রবিন্দ্র জাদেজা।
সোমবার চতুর্থ দিনের খেলা শেষে মাইলফলক স্পর্শ করা প্রসঙ্গে জাদেজা বলেন, এটি আমার জন্য বিশেষ অর্জন। আমি ১০ বছর ধরে টেস্ট ম্যাচ খেলে এই মাইলফলকে পৌঁছেছি। এজন্য আমি নিজেকে নিয়ে গর্বিত বোধ করছি।