রতন তালুকদারঃ রাজনৈতিক পরিবর্তনের জন্য বাংলাদেশকে ২৯ মিলিয়ন! মাননীয় ড. ইউনূস, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য! আপনার কিছু মনে পড়ে?
এত দ্রুত এসব তথ্য ফাঁস হবে কেউ ভেবেছিল? ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সবে ছয় মাস পার করেছে। দেশে বিদেশে বহুমুখী চাপে ড. ইউনূস সরকার। দৃশ্যপট অনেকাংশে লেজে-গোবরে তলিয়ে যাচ্ছে। এরই মধ্যে আজ বৃহস্পতিবার আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মায়ামী শহরে মার্কিন প্রেসিডেন্ট
ট্রাম্প বিস্ফোরক তথ্য জানিয়ে হাটে হাড়ি ভেঙে দিলেন। তোলপাড় বিশ্বজুড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এফআইআই ইনস্টিটিউট এ তার খোলামেলা বক্তৃতায় বলেন,
বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য আমেরিকার ইউএসএইড্ধসঢ়;-এর ফান্ড থেকে ২৯ মিলিয়ন ডলার অনুমোদন দেয়া হয়।
ডাল মে কুছ কালা হে? আমাদের বৈষম্যবিরোধী আন্দোলন, ইউনূসের শুভগমন, অন্তর্বর্তীকালীন সরকারে ইউনূস সমর্থক এনজিও, ছাত্র ও সুশীলদের নিয়ে উপদেষ্টা
পরিষদ। ড. ইউনূস সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে এসে শুনালেন অমৃতবাণী,ডেকে আনলেন ক্লিনটন ফাউন্ডেশন। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে জানালেন
বাংলাদেশে অভ্যুত্থানের নায়ক ছাত্ররাই। উপদেষ্টা মাহফুজই প্রধান মাস্টারমাইন্ড, অনুষ্ঠানের ডিজাইন ছিল দীর্ঘ পরিকল্পনার অংশ।
৮ই আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়ে জাতিকে জানালেন আন্দোলনে বিজয়ী ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের ভেতর কি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে মার্কিন ২৯ মিলিয়ন ডলার ভূমিকা ছিলো? তদন্ত হোক।