পা ভেঙেছে, তাতে কী! শুটিং তো আর বন্ধ থাকবে না। ‘শো মাস্ট গো অন’-এমন ব্রতই মানেন বলিউড খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার। সেটার প্রমাণ আরও একবার দেখিয়েছেন। ভাঙা পা নিয়েই অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ নামে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ঈদ উপলক্ষ্যে। সময়মতো যাতে প্রযোজক এটি মুক্তি দিতে পারেন, তাই রীতিমতো পায়ের চোট নিয়েই শুটিং করেছিলেন। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমার একটি অ্যাকশন দৃশ্য শুটিং করতে গিয়েই পা ভেঙে ফেলেন অক্ষয় কুমার। আর ভাঙা পা নিয়ে বাকি শুটিং শেষ করেছেন। সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে প্যারালাল চরিত্রে রয়েছেন টাইগার শ্রফ। তাদের নায়িকা সাবেক বিশ্বসুন্দরী মানসী চিল্লার। আগামী ১০ এপ্রিল ঈদ উপলক্ষ্যে এটি মুক্তি পাবে।
এদিকে একই সময় ঈদ উপলক্ষ্যে মুক্তি পাবে অজয় দেবগন অভিনীত ‘ময়দান’। সিনেমাটি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এই মুহূর্তে অজয় দেবগনের জীবনে এক ‘অন্য মুহূর্ত’ বলা চলে। বর্তমানে সিনেমা হলে চলছে তার অভিনীত সিনেমা ‘শয়তান’। বক্স অফিসে যে সিনেমার আয় নজরকাড়া। এবার আসছেন ময়দান নিয়ে। এটি নিয়েও যে বক্স অফিস দখলে রাখবেন সেটা অনেকটা আন্দাজ করা যায়। এর অবশ্য কারণও আছে। গত কয়েক বছর ধরে অক্ষয়ের বাজার ভালো যাচ্ছে না। সেটা কাটিয়ে উঠার চেষ্টা করছেন তিনি। কিন্তু এতে যে অজয় বাগড়া দেবেন সেটা নিশ্চিত। কারণ ব্যাক টু ব্যাক হিটের অপেক্ষায় তিনি। তাই তো অক্ষয় ‘ভাঙা পা’ নিয়েই চালিয়ে গেছেন শুটিং। যদি দর্শকের সহানুভূতি পাওয়া যায়! তাই টাইগারকে সঙ্গে নিয়ে জমিয়ে এই প্রচার করছেন নিজের সিনেমার। অন্যদিকে অজয়ও বসে নেই। যেখানেই যাচ্ছেন ‘শয়তান’র পাশাপাশি ‘ময়দান’কেও তুলে ধরছেন।