‘যখন সময় হবে সরে দাঁড়াব’ : মেসি

0
96

‘একজন ফুটবলার হিসাবে আমি সত্যি ভাগ্যবান। আমার সব স্বপ্ন সত্যি হয়েছে। আর কিছু চাওয়ার নেই আমার। এটাই সত্য।’ বক্তা লিওনেল মেসি। স¤প্রতি বিগ টাইম পদকাস্টের সঙ্গে দীর্ঘ আলোচনায় মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন কোনো স্বপ্ন কী আছে তার, যা এখনও পূরণ হয়নি? তারই উত্তরে উপরের কথাগুলো বলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
মেসি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ। তিনি আমাকে এতকিছু দিয়েছেন। খেলোয়াড় ও মানুষ হিসাবে অনেক কিছু পেয়েছি আমি। আমার পরিবার ও বন্ধুবান্ধবরাও আমাকে আনন্দে ভরিয়ে দিয়েছে। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, অনেক দিয়েছেন। আমি তার দেওয়া সবকিছু উপভোগ করি।’ আর কতদিন খেলবেন? তার উত্তর, ‘যখন মনে হবে আমি আর পারফর্ম করতে পারছি না, উপভোগ করছি না খেলাটা, সতীর্থদের সহায়তা করতে পারছি না, তখন বয়সের কথা চিন্তা না করে সরে দাঁড়াব।’ তবে অবসর নেওয়ার ভাবনা এই মুহূর্তে তার মাথায় নেই, জানিয়ে দিলেন ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড। ‘এখনো এ নিয়ে ভাবিনি। ছবিটা আমার কাছে পরিষ্কার নয়। আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চাই। আশা করি, পারব। যখন সময় আসবে, তখন সরে দাঁড়াব। নতুন কিছু খুঁজে নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here