যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০

0
97

মার্কিন যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইসরাইলবিরোধী সমাবেশ থেকে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার সিএনএন জানিয়েছে, গত ১৮ এপ্রিল থেকে গ্রেফতারের সংখ্যা ২ হাজার ২০০ ছাড়িয়ে গেছে। এদিকে, ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারের সংখ্যা ২ হাজার ৪০০ জনেরও বেশি।

ধারণা করা হচ্ছে, গ্র্যাজুয়েশন সমাপনী অনুষ্ঠানগুলো থেকে ইসরাইলবিরোধী বিক্ষোভ নতুন মাত্রা পেতে পারে। ফলে আগামীতে সংখ্যাটি আরো বাড়তে পারে। সেজন্য অব্যশ্য ক্যাম্পাসের কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ নিরাপত্তা যোগ করছেন। কোনো কোনো স্থানে সূচনা অনুষ্ঠানগুলোও সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here