লস অ্যাঞ্জেলসের দাবানলে আটকে পড়েছেন নোরা ফাতেহি

0
8

জনপ্রিয় বলিউড নৃত্যশিল্পী এবং অভিনেত্রী নোরা ফাতেহি লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি আগুনের বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দলকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে নোরা ফাতেহি ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলসে আছি। এখানে ভয়ানক দাবানলে পুড়ে গিয়েছে কয়েকটি অঞ্চল। আমরা মাত্র পাঁচ মিনিট আগে এটির খবর পেয়েছি। তাই আমি শিগগির আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি এবং আমি এখান থেকে সরে যাচ্ছি। আমি বিমানবন্দরের কাছে যাব।’

তিনি বলেন, ‘আজ (স্থানীয় সময়) আমার ফ্লাইট আছে। আমি জানি না আমি ফ্লাইট ধরতে পারব কি না। আমি আশা করি, এটি বাতিল হবে না। এটি ভীতিজনক। আমি আপনাদের আপডেট দেব। আমি আশা করি, মানুষ নিরাপদে রয়েছে। আমি এর আগে এ রকম দাবানল দেখিনি।’

প্রসঙ্গত, অভিনেত্রী নোরা লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দেয়ার জন্যে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছেন।

এদিকে, প্যারিস হিলটন থেকে অ্যান্টনি হপকিনসসহ একাধিক হলিউড সেলিব্রিটিদের কোটি টাকার বাড়িও আগুনে ধ্বংস হয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here