লেবাননে পেজার বিস্ফোরণে আহত ইরানের রাষ্ট্রদূত

0
18

লেবাননে ভয়াবহ পেজার বিস্ফোরণে দেশটিতে অবস্থিত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানিও আহত হয়েছেন। তিনি একটি পেজার ব্যবহার করতেন।
দূতাবাস বলছে, রাষ্ট্রদূতের অবস্থা গুরুতর নয়।
লেবাননে ওই বিস্ফোরণে আটজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও দুই হাজার ৭৫০ জন। নিহতের মধ্যে আট বছরের এক শিশুও রয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ এক সংবাদ সম্মেলনে বলেন, দেশজুড়ে পেজার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
লেবানন সরকারের এক মুখপাত্র এ বিস্ফোরণের জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছেন। তিনি বলেন, পেজার বিস্ফোরণের জন্য ইসরাইল দায়ী। এটি লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন।
রয়টার্সের তিমুর আজহারি জানান, লেবাননের তথ্যমন্ত্রীও ‘ইসরাইলি আগ্রাসনের’ নিন্দা জানিয়েছেন।
হিজবুল্লাহ বলছে, লেবাননজুড়ে গোষ্ঠীটির সদস্যদের ব্যবহৃত যোগাযোগ ডিভাইস (পেজার) একযোগে বিস্ফোরণে এক মেয়ে ও তাদের দুই যোদ্ধা নিহত ও বহু লোক আহত হয়েছে। তারা বলছে, এ ঘটনার সঙ্গে সরাসরি ইসরাইলের হাত আছে।
এ ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি ইসরাইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here