‘সাকিবের ভূমিকা নেওয়ার জন্য মিরাজ তৈরি’

0
17

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ভূমিকা পালনের জন্য প্রস্তুত মেহেদি হাসান মিরাজ।
বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চেন্নাইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার চেন্নাইয়ে অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন।
হাথুরু বলেন, ‘আমার কাছে গত পাঁচ বা ছয় বছরে বাংলাদেশের সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মিরাজ। সত্যিকার অর্থেই সে সাকিবের ভূমিকা নেওয়ার জন্য তৈরি। সে তার ব্যাটিং তো বটেই, নিশ্চিত করেই যেটা তার বড় শক্তির জায়গা, সেই বোলিংয়েও উন্নতি করেছে। এখন সে নিজের ব্যাটিংয়ের উন্নতি করছে। সে অসাধারণ এককজন ফিল্ডারও।’
পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে টাইগাররা।
ঐতিহাসিক সেই সিরিজ জয়ে ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি বল হাতে ১০ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জিতেন মেহেদি হাসান মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here