সালমান-ঐশ্বরিয়ার ভেঙে যাওয়া সেই প্রেমের গোপন গল্প ফাঁস

0
17

বলিউডে অভিনয়ের সুবাদে একের পর এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ায় বলিউড ভাইজান সালমান খানের। এই তালিকায় রয়েছেন সংগীতা বিজলানি, শাহিন জাফরি, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোমি আলী, ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভান্তুরসহ আরও অনেকেই। তবে ঐশ্বরিয়ার সঙ্গে সালমান খানের প্রেমের অধ্যায় সর্বাধিক আলোচিত।
বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তারা। কিন্তু ভাগ্যে ছিল অন্য কিছু। ঐশ্বরিয়া সাত পাকে বাঁধা পড়েন অভিষেক বচ্চনের সঙ্গে।
সালমান-ঐশ্বরিয়ার প্রেমের শুরুটা ঠিক কেমন ছিল? কীভাবে বিশ্বসুন্দরী সালমানের মনে জায়গা করে নিয়েছিলেন এক সাক্ষাৎকারে জানিয়েছেন সোমি আলি।
এই অভিনেত্রী বলেন, ‘হাম দিল দে চুকে সানামের শুটিং চলছিল। ঠিক সেই সময় আমি সালমানকে একাধিকবার ফোন করি। কিন্তু সালমান একবারও আমার ফোন ধরেনি।’
কিছুটা মন খারাপের সুরেই সোমি বলেন, ‘অনেকক্ষণ চেষ্টা করার পরে আমি সঞ্জয় লীলা বানসালিকে ফোন করি। তিনি তখন আমায় বলেন এই মুহূর্তে সালমান ব্যস্ত আছে। কথা বলতে পারবে না। শুটিং চলছে। আমি তখনই পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম যদি সালমান শুটিংয়েই থাকে, তাহলে আপনি কীভাবে আমার ফোনটা ধরতে পারলেন? তারপরে আমার কাছে সেই প্রশ্নের আর কোনো উত্তরই আসেনি।’
ঐশ্বরিয়া প্রসঙ্গে আসতেই তিনি বলেন, তারপরে আমি বহুবার খবর পেয়েছি ঐশ্বরিয়া-সালমান একে অপরের সঙ্গে রয়েছে। এমনকী সালমানের জিমেও আসত ঐশ্বরিয়া। সেখানে বহুক্ষণ থাকতোও। একসঙ্গেই ব্যায়াম করত তারা। এভাবেই হয়তো তাদের মধ্যে প্রেম শুরু হয়েছিল।
২০০২ সালে বিচ্ছেদ হয় সালমান এবং ঐশ্বরিয়ার। তারপর আর কখনো একসঙ্গে কাজ করেননি তারা। এমনকি আজও বিভিন্ন অনুষ্ঠানেও তাদেরকে একে অপরের সঙ্গে দেখা যায় না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here