‘তুমি আমার’ সিনেমায় প্রথম অভিনয় করেন ঢালিউডের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর। এরপর ১৪টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
গুঞ্জন আছে তাদের দুইজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণেই সালমান-সামিরার সংসার জীবনে অশান্তি শুরু হয়েছিল।
সালমান শাহর স্ত্রী সামিরা খান জানান, শাবনূরের সঙ্গে সম্পর্ক ছিল সালমান শাহর।
১৯ সেপ্টেম্বর সালমানের জন্মদিন উপলক্ষে দেশের একটি টেলিভিশন চ্যানেলে কথা বলেন প্রয়াত অভিনেতার স্ত্রী সামিরা। সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়টা এত সহজে বলা যায় না। এর পেছনে অনেক বড় গল্প আছে। সেই গল্পটা আমি শুরু করলে শেষ করতে অনেক সময় লেগে যাবে। তবে সহজ প্রশ্নে কেউ যদি জানতে চান, সালমান শাহ ও শাবনূরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কিনা? তাহলে আমি এক বাক্যে বলব যে হ্যাঁ, তাদের সম্পর্ক ছিল।’
শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে সালমানের সঙ্গে তার ঝামেলা হয়েছিল বলে জানান তিনি। সামিরা বলেন, ‘এ বিষয়টা নিয়ে আমাদের সমস্যা হয়েছে। আমি রাগ করে আমার বাবার বাসাতেও চলে গিয়েছিলাম। সালমান আমাকে অনেক বুঝিয়েছে, মাফও চেয়েছিল। পরে আমাকে মানিয়ে নিয়ে আসে। দুই মাস পর ঢাকায় আমাদের বাসায় ফিরে আসি। সালমান আমাকে বলেছিল, শাবনূরের সঙ্গে যে সিনেমাগুলোর চুক্তি আছে, সেগুলো শেষ হলেই তার সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবে না।’
ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডে নিজের বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় সালমান শাহর মরদেও উদ্ধার করা হয়। তার পরিবার শুরু থেকেই বলে আসছে, সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তবে স্ত্রী সামিরা জানান, এর আগেও তিনবার সালমান শাহ আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
সামিরা বলেন, ‘সালমান মেন্টালি সুইসাইডাল বাই নেচার। এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে। মেট্রোপলিটন হাসপাতালের রেকর্ড চেক করলে জানা যাবে। ওখানে দুইবারের রেকর্ড আছে। আরেক হাসপাতালে একবার আছে। তিনটাই আমার বিয়ের আগে। তিনটা ঘটনাই আমি জানি। একবার মায়ের সঙ্গে ঝগড়া করে করেছিল। আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে। আরেকবার ওর কিছু একটা হয়েছিল, সেটার জন্যও করেছিল।’