৫০ জনকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করানোর পর স্বামী বললেন

0
13

ফ্রান্সের আদালতে হাজির হয়ে ৭১ বছর বয়সি দমিনিক পেলিকত বললেন, ‘আমি ধর্ষক’। অভিযোগ, ২০১১ থেকে ২০২০ সাল পর্যন্ত নিজের স্ত্রী জিসেল পেলিকতকে নেশাগ্রস্ত করে যৌন নিপীড়ন চালিয়েছেন দমিনিক এবং আরও প্রায় অর্ধশত ব্যক্তি। অবশেষে নিজের অপরাধ মেনে নিয়েই আদালতে ওই স্বীকারোক্তি দেন দমিনিক।
আদালতে অভিযুক্ত ৫০ জনের দিকে ইঙ্গিত করে পেলিকত বলেন, ‘এই রুমে অন্য সবার মতো আমিও ধর্ষক। তারা সবাই জানত। এটা তার (জিসেল) প্রাপ্য ছিল না।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জিসেলকে দুশ্চিন্তার জন্য ওষুধ দিতেন দমিনিক। সে ওষুধের প্রভাবে যখন জিসেল নিস্তেজ হয়ে পড়তেন, তখন নানাভাবে তার ওপর যৌন সহিংসতা চালাতেন দমিনিক। একটা সময় অনলাইনে পরিচয় হওয়া ব্যক্তিদের দিয়েও স্ত্রীকে ধর্ষণ করিয়েছেন তিনি।
এই ঘটনা জানাজানি হওয়ার পর ফ্রান্সের ধর্ষণবিরোধী আন্দোলন শুরু হয়েছে। সামাজিক নানা সংগঠন জিসেলের পাশে দাঁড়িয়ে তাকে ন্যায়বিচার পেতে আইনি লড়াইয়ে সহায়তা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here