ভেঙে গেল তারকা যুগল কেটি পেরি ও অরল্যান্ডোর সংসার

0
9
ভেঙে গেল তারকা যুগল কেটি পেরি ও অরল্যান্ডোর সংসার

সম্প্রতি তারকা যুগল কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্কে তিক্ততা বাসা বেঁধেছে বলে গুঞ্জন ছড়ায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বাগদানের দীর্ঘ ৬ বছরের মাথায় সম্পর্কে ইতি টানলেন তাঁরা।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ইউএস উইকলি। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টেনেছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম।

ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য, ‘কেটি ও অরল্যান্ডো এখন আলাদা, তবে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণভাবেই শেষ হয়েছে।’

সূত্রটি আরও দাবি করেছে যে, পেরি ও অরল্যান্ডোর মধ্যে কয়েক মাস ধরেই উত্তেজনা চলছিল। দীর্ঘদিনের এই মনোমালিন্যের ফলেই বিচ্ছেদ ঘটেছে।

প্রসঙ্গত, পপতারকা পেরি এর আগে ২০১০ সালে কমেডিয়ান রাসেল ব্রান্ডকে বিয়ে করেছিলেন। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর ২০১৬ সালে গোল্ডেন গ্লোবসের পার্টিতে অরল্যান্ডো ব্লুমের সঙ্গে কেটি পেরির দেখা হয়। ২০১৯ সালে বাগদান হয় তাঁদের। পরের বছরই এই যুগলের সংসারে আসে কন্যাসন্তান ডেইজি। সুখবরটি দুজনেই শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। এবার তাঁদের সংসার ভেঙে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here