গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর

0
17
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৩ জনের ফাঁসি কার্যকর

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে মৃত্যুদণ্ড প্রাপ্ত তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়েছে। ইরান বুধবার জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন এ মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইসরাইলের প্রসঙ্গ উল্লেখ করে বিচার বিভাগ বলেছে, ‘ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রসুল আহমেদ রসুলকে ইহুদিবাদী শাসনের পক্ষে সহযোগিতায় গুপ্তহত্যা চালানোর লক্ষ্যে দেশে সরঞ্জাম আমদানি করার চেষ্টা চালানো জন্য গ্রেপ্তার ও বিচার করা হয়।’

‘বুধবার সকালে এই রায় কার্যকর করে তাদের ফাঁসি দেওয়া হয়েছে।’

বিচার বিভাগ জানিয়েছে, তুরস্কের সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী উর্মিয়ায় তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কারাগারের নীল পোশাক পরা তিন ব্যক্তির ছবি শেয়ার করা হয়েছে।

তেহরান নিয়মিতভাবে চিরশত্রু ইসরাইলসহ বিদেশি গোয়েন্দা পরিষেবার হয়ে কাজ করার সন্দেহে এজেন্টদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দিয়েছে।

গত ১৩ জুন ইরান-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর, তেহরান দেশটির চিরশত্রুদের সাথে সহযোগিতার সন্দেহে গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচারের প্রতিশ্রুতি দেয়।

রোববার ও সোমবার উভয় দিনেই দেশটি মোসাদের এজেন্ট হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে ইরান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দেশ। এক্ষেত্রে চীনের পরে দেশটির স্থান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here