বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

0
14
বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক
বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা বানু মুশতাক

বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ বুকার পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতীয় লেখিকা বানু মুশতাক। মঙ্গলবার (১৯ মে) ৭৭ বছর বয়সী এই প্রতিভাবান সাহিত্যিকের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তার কান্নাড়া ভাষার গল্পসংকলন ‘হার্ট ল্যাম্প’-এর জন্য তিনি এই বিশেষ সম্মাননা পেলেন। বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন দিপা ভাস্তি।

বানু মুশতাকের পুরস্কারপ্রাপ্ত গ্রন্থ ‘হার্ট ল্যাম্প’ দক্ষিণ ভারতে বসবাসরত মুসলিম নারীদের প্রাত্যহিক জীবন নিয়ে রচিত ১২টি ছোট গল্পের সংকলন। এই বইয়ে নারীদের পারিবারিক জীবনের নানা চিত্র এবং তাদের নিরন্তর সংগ্রাম অত্যন্ত সংবেদনশীলতার সাথে তুলে ধরা হয়েছে। সাহিত্য সমালোচকদের মতে, মুশতাকের লেখনী সমাজের প্রান্তিক অথচ গুরুত্বপূর্ণ এই অংশের জীবনকে আন্তর্জাতিক পাঠকের কাছে পৌঁছে দিয়েছে।

পেশাগত জীবনে বানু মুশতাক একাধারে একজন সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং আইনজীবী। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছেন। তার এই বহুমুখী অভিজ্ঞতা ও সমাজ সচেতনতা তার সাহিত্যকর্মেও গভীরভাবে প্রতিফলিত হয়েছে, যা তাকে বিশ্ব মঞ্চে এই অনন্য স্বীকৃতি এনে দিয়েছে। বুকার পুরস্কার জয়ের মাধ্যমে তিনি শুধু ভারতীয় সাহিত্যকেই নয়, বিশ্বজুড়ে নারী লেখকদেরও অনুপ্রাণিত করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here