কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে ইসির সামনে মানববন্ধন

0
26
কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে ইসির সামনে মানববন্ধন
কুমিল্লা-২ আসন বহাল রাখার দাবিতে ইসির সামনে মানববন্ধন

হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনটি বহাল রাখার দাবিতে নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৫ জুন) ‘হোমনা-মেঘনার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে আগত নিলখী ইউনিয়ন পরিষদ যুবদলের আহ্বায়ক রাসেল মাহমুদ বলেন, ১৯৫৪ সাল থেকে হোমনা-মেঘনা এক আসনেই ছিল। কিন্তু ২০০৮ সালের তৎকালীন নির্বাচন কমিশন এটি আলাদা করে। ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত সেভাবেই ভোট হয়।

তিনি বলেন, ২০২৪ সালের নির্বাচনের আগে কুমিল্লা-২ আসনটি ফের পূর্বের মতো করা হয়। অর্থাৎ হোমনা-মেঘনাবাসী পুনরায় এক আসনে চলে আসে।

কিন্তু বর্তমানে অনেকেই আবার ২০০৮ সালের অবস্থায় ফিরে যেতে চায়। তাই আমরা সেটা যাতে না করা হয় সেজন্য এই কর্মসূচি হাতে নিয়েছি।

রাসেল মাহমুদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া হাতে নিয়েছে৷আমরা কুমিল্লা-২ আসনে হোমনা-মেঘনা বহাল রাখার আবেদন করেছি।

দুই উপজেলা থেকে মাবনবন্ধনে আগত কয়েকশ মানুষের নেতৃত্বে ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়াসহ নাগরিক প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here