ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

0
17
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৬–২০২৮ কার্যকালের জন্য আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।
শনিবার (১ নভেম্বর) রাতে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
রোববার (২ নভেম্বর) জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য (রুকন)-দের ভোটের মাধ্যমে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা সম্পন্ন করে। এরপর শনিবার রাতে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬–২০২৮ কার্যকালের জন্য সর্বাধিক ভোট পেয়ে ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।
ডা. শফিকুর রহমান ২০১৯ সাল থেকে জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সংগঠনের সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
৫ আগস্ট পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর রাজনীতি ব্যাপক চাঙা হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমির। ডা. শফিকুর রহমানের বিভিন্ন বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে তার কোনো কোনো বক্তব্য নিয়ে সমালোচনাও হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here