ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক

0
13

ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ক্যাম্পেইনিং অর্গনাইজেশন ইকো এমন ৯৮টি বিজ্ঞাপন চিহ্নিত করেছে।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে ইসরাইলি সেনাবাহিনী ও আইনপ্রণেতাদের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক। অথচ ওই সেনারা গাজায় যুদ্ধাপরাধে জড়িত। আর আইনপ্রণেতারা গাজায় পুনর্বাসনে আগ্রহী।

ইকোর এক জরিপে দেখা গেছে, ফেসবুক এমন অন্তত ৯৮টি বিজ্ঞাপন প্রমোট করেছে। বিজ্ঞাপনগুলো বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জনগণকে টার্গেট করে দেখানো হচ্ছে। বিজ্ঞাপনে অনুরোধ জানানো হচ্ছে, যেন ইসরাইলি সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ড্রোন, অ্যাসল্ট রাইফেল সাইট, আর্মার, নাইট ভিশন গগলস এবং হেলমেটসহ উন্নত সমরাস্ত্র কেনার জন্য সহযোগিতা করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, তহবিল সংগ্রহের এই বিজ্ঞাপনে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, এতে তারা ড্রোন কেনার জন্য তহবিল সংগ্রহে জোর দিচ্ছে। সম্ভবত এই ড্রোনগুলো তারা গাজা ও লেবাননে চলমান যুদ্ধে ব্যবহার করবে।

সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইল যেসব ড্রোন কিনতে চাচ্ছে, তার অধিকাংশগুলোই বিস্ফোরক বহনের কাজে ব্যবহৃত হয়।

মিডল ইস্ট আই থেকে অনুবাদ করেছেন আবু সাঈদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here