ইসরাইলে চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা হাউছিদের

0
10

ইসরাইলের রাজধানী তেল আবিবে আবারো হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউছি সম্প্রদায়। এ নিয়ে গোষ্ঠীটি চলতি সপ্তাহে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে দেশটিতে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) তেল আবিরের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এর একদিন আগেই ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছিল ইসরাইল।

হাউছিরা জানিয়েছে, শুক্রবার সকালে বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে ওই হামলাটি করা হয়। এ সময় তাদের ছোড়া মিসাইলটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়। এ ঘটনায় সেখানে কিছু হতাহত হয়েছে। এতে বিমানবন্দরের নেভাগেশনও বন্ধ হয়ে গেছে।

তবে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হাউছিদের ক্ষেপণাস্ত্রকে সফলভাবে বাধা প্রদান করেছে। এতে কোনো হতাহত ঘটেনি। তবে বিমানের উড্ডয়ন আধা ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।

হাউছিরা জানিয়েছে, তারা তেল আবিব এলাকার ভেতরে একটি ড্রোন হামলা করেছে। এছাড়া আরব সাগরে একটি কন্টেইনারকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে তারা। তবে শুক্রবার তেল আবিবের উপর এই হামলার কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তারা আরো বলেছে, ইসরাইল যদি তাদের আগ্রাসন চালিয়ে যায়, তাহলে ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনিদের সমর্থন আরো বহুগুণ বৃদ্ধি পাবে। তাদের দৃঢ় সংকল্পকে আরো বাড়িয়ে তুলবে।

সূত্র : মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here