ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

0
96

ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। গতকাল বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও প্রধান বক্তা ছিলেন মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হয়। মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, পাশ্চাত্যের সহযোগিতায় মাসের পর মাস গাজা ও রাফায় সন্ত্রাসবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নারকীয় গণহত্যা চালাচ্ছে। ৩৫ হাজার নারী-পুরুষ ও শিশুকে তারা হত্যা করেছে। ৮০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তবুও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। মূলত তাদের অস্ত্র সরবরাহ ও নিঃশর্ত সমর্থনের কারণেই মধ্যপ্রাচ্যে আজ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মুফতি ফয়জুল্লাহ বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার চিত্র দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলমান ভাইবোনদের রক্ত ঝরছে। তাদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের পাশবিক নির্যাতন করা হচ্ছে। হাসপাতাল, মসজিদ-মাদরাসা, বিদ্যালয়, কলেজ কোনোকিছুই হানাদার ইসরায়েলি দস্যুদের বোমা হামলা থেকে রক্ষা পাচ্ছে না। এই অবস্থায় আমরা নীরব বসে থাকতে পারি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here