যুক্তরাষ্ট্রে প্রথম নারী প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস!

0
42

এর আগে ৯টি মার্কিন নির্বাচনে সঠিক পূর্বাভাস দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইতিহাসবেত্তা ও রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান লিচম্যান। এবার তিনি পূর্বাভাস দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রে প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। তার পূর্বাভাস সঠিক হয় বলে তাকে যুক্তরাষ্ট্রের রাজনীতির পূর্বাভাসের ‘নস্ট্রাডামাস’ হিসেবে অভিহিত করা হয়। তার ধারণা এবার নির্বাচনে কমলা হ্যারিসের জন্যে বড় বিস্ময় অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের অনলাইন ইনকুইজিটরের খবরে বলা হচ্ছে, লিচম্যান ইউটিউবে সরাসরি এক অনুষ্ঠানকালে এমন দাবি করেছেন। ই-মেইলে দেয়া কিছু রাজ্যের ভোট ডেমোক্র্যাট পার্টির বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। নিউজউইকের রিপোর্টে বলা হয়েছে, জবাবে লিচম্যান বলেছেন- আমি এটা বলতে পারি না যে- এর অর্থ ওইসব রাজ্য নীল হয়ে যাবে। তবে এটা নিশ্চিত একটি চিহ্ন যে, এসব রাজ্য নীল হয়ে যাবে। উল্লেখ্য, ডেমোক্র্যাটদের রঙ নীল । তিনি ডেমোক্র্যাটদের জয় বোঝাতে নীল শব্দটি ব্যবহার করেছেন।
লিচম্যান ২০১৬ সালে রিপাবলিকানদের অবমূল্যায়ন করেছিলেন। কিন্তু ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজনীতি ও নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করে এখন তিনি বলছেন, এবার ডেমোক্র্যাটদের ভোটের শক্তি কমে যাবে। সা¤প্রতিক জাতীয় পর্যায়ের জরিপে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে অল্প ব্যবধানে এগিয়ে আছেন কমলা হ্যারিস। ফাইভ থার্টি এইটের তথ্যমতে, গত বুধবার সকালে দুই প্রার্থীর এই ব্যবধান ছিল মাত্র ২.৪ পয়েন্ট। রাষ্ট্রবিজ্ঞানী লিচম্যান উদাহরণ হিসেবে জর্জ স্যান্তোসের কংগ্রেসনাল আসনের বিশেষ নির্বাচনের কথা তুলে ধরেছেন। সেখানে ডেমোক্র্যাট প্রার্থী চূড়ান্ত ভোটে মাত্র ৭ পয়েন্টে জয়ী হয়েছেন। বিশেষ ওই নির্বাচনে স্যান্তোসের আসন পেয়েছেন ডেমোক্র্যাট টম সুজি। এক সময় এই আসন তারই দখলে ছিল। লিচম্যান তার পূর্বাভাসে বলেন, যদিও জরিপে ১ বা ২ পয়েন্টে হেরফের হচ্ছে, তবু জরিপের চেয়ে তারা ১ বা ২ পয়েন্ট বেশি ভালো করবে। তারা পেনসিলভেনিয়াতে ভালোভাবে জিতবে। উল্লেখ্য, অ্যালান লিচম্যান আমেরিকান ইউনিভার্সিটির একজন সম্মানিত প্রফেসর।
তিনি ‘কিজ টু দ্য হোয়াইট হাউজ’ পূর্বাভাসবিষয়ক মডেল সৃষ্টির জন্য সুপরিচিত। এর মধ্য দিয়ে তিনি ১৯৮৪ সাল থেকে সঠিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সঠিক পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেন, তার মডেলের অত্যাবশ্যকীয় ১৩টি সূচকের মধ্যে যদি ৬ বা তারও অধিক ক্ষমতাসীন দলের বিপক্ষে যায়, তাহলে নির্বাচনে তারা সুনিশ্চিতভাবে পরাজিত হয়। অন্য দিকে যদি ছয়টির কম সূচক তাদের বিপক্ষে যায় তাহলেই তাদের জয়ের খুব ভালো সম্ভাবনা থাকে। এসব সূচককে ইংরেজিতে ‘কিজ’ আখ্যায়িত করে তিনি বলেছেন, এগুলো নির্ভুলভাবে কাজ করবে। এসব সূচক হচ্ছে রাজনৈতিক পূর্বাভাসে নর্দার্ন স্টারের মতো ধ্রুব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here