রাতে ঘুমাতে পারেন তো, যাদের উদ্দেশে প্রশ্ন তাসরিফের

0
29

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক মানুষ হতাহত হয়েছেন। এই আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন সংগীতশিল্পী তাসরিফ খান। আন্দোলনে হতাহতদের জন্য মন কাঁদছে তার। যাদের গুলিতে প্রাণ হারিয়েছেন এত মানুষ, তারা শান্তিতে ঘুমাতে পারেন তো, সে প্রশ্ন রেখেছেন তিনি।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে তাসরিফ লিখেছেন, ‘পুলিশের যারা ছাত্র-জনতার বুকে, মাথায় লক্ষ্য করে গুলি করছিলেন, আপনাদের কি কখনও অনুতপ্ত বোধ হয় না? অনেকেই তো এখনও বহাল তবিয়তে রয়েছেন, কারও কারও বদলি হয়েছে কিন্তু শাস্তি হয়নি। অনেকেই ফাঁক-ফোকর দিয়ে বেঁচেও যাবেন জানি। নিজের বিবেকের বিচার থেকে বাঁচতে পারবেন তো? রাতে ঘুমাতে পারেন তো?’
ওই স্ট্যাটাসে তাসরিফ আরও লেখেন, ‘নিজের ভাইবোন কিংবা সন্তানের দিকে তাকালে যদি রক্তাক্ত লাশগুলোর ছবি ভেসে উঠে তাহলে একটা বুদ্ধি দেই। আপনারা চাকরি জীবনে যেসব কালো টাকা আয় করেছিলেন সেই টাকা দিয়ে অন্তত একজন আহত ছাত্র-জনতার চিকিৎসার ভার বহন করুন। এতে করে কিছুটা হলেও পাপ মোচনের সুযোগ পেতে পারেন।’
ছাত্রদের পাশে থাকায় তাসরিফকেও নানা হয়রানি, হুমকির শিকার হতে হয়েছে। গত আগস্টে এক দীর্ঘ ফেসবুক পোস্টে সেসব হয়রানির ইতিবৃত্ত জানিয়েছিলেন তিনি। সেখানে এক ‘সিনিয়র ইনফ্লুয়ন্সার’কে হয়রানির জন্য অভিযুক্ত করেছিলেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা তাসরিফ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here