হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতা আবু মোহাম্মাদ আল জুয়াইনি রুশ হামলায় নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার (১ ডিসেম্বর) সকালে আরব গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
জেরুসালেম পোস্টে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়েছে। সেগুলোকে আল জুয়াইনির লাশ বলে দাবি করা হচ্ছে।
সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি সিরিয়ার ক্ষমতাসীন আসাদ বাহিনীর বিরুদ্ধে দারুণ একটি অভিযান পরিচালনা করেছে এইচটিএস নেতৃত্বাধীন কয়েকটি দল। তারা ইতোমধ্যে আলেপ্পোর বেশিরভাগ পুনরুদ্ধার করে নিজেদের দখলে নিয়েছে।
রোববার রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছে, সিরিয়ার সেনাবাহিনীর সহযোগিতায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর বিমান হামলা করেছে রুশ বাহিনী।
সূত্র : জেরুসালেম পোস্ট