লক্ষ্য ভিন্ন হলে দু’দিন পরে ছিটকে পড়ে যাবেন : নেতাকর্মীদের তারেক রহমান

0
16

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নেতাকর্মীদের লক্ষ্য হওয়া উচিৎ মানুষের সমর্থন, আস্থা ও বিশ্বাস অর্জন করা। যদি লক্ষ্য অন্যকিছু হয়ে থাকে, তবে দু’দিন পরে ছিটকে পড়ে যাবেন। জনগণের সমর্থন থেকে ছিটকে পড়বেন। তাদের আস্থা থেকে দূরে সরে যাবেন।

রোববার রাজধানী বড়ুয়া আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ময়দানে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের দল থেকে ছিল ২৭ দফা, বিভিন্ন গণতান্ত্রিক দল থেকে মতামত নিয়ে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে কিভাবে পুনর্গঠন করতে চায় বিএনপি তারই সংস্কার হিসেবে ৩১ দফা প্রস্তাবনা দেয়া হয়েছে।

তিনি বলেন, এই ৩১ দফা শুধু বিএনপির কর্মীদের জন্য নয়, রাজনৈতিক দলের জন্য নয়, এটি জনগণের কাছে তুলে ধরতে হবে। তাদের জানাতে হবে বিএনপি ক্ষমতায় গেলে কী কী করতে চায়। প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। যদি কারো ৩১ দফার কোনো পয়েন্টের আপত্তি থাকে বা থাকতেই পারে, সেগুলো জানালে বিবেচনা করে আমরা কাজ করতে পারি।

তিনি বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা ধরে রাখতে হবে দলের কর্মীদের। জনগণের সমর্থনকে যেকোনোভাবে অর্থাৎ ইতিবাচকভাবে বিএনপির পক্ষে রাখতে হবে। জনগণ যেভাবে বলবে সেভাবেই পরিচালিত হতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা ও সম্মান এবং সমর্থন ধরে রেখতে কাজ করতে হবে। জান-প্রাণ দিয়ে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here