সিনেমা নিয়ে কোনো আগ্রহ নেই শখের

0
37

একসময় তুমুল ব্যস্ত ছিলেন আনিকা কবির শখ। বিজ্ঞাপন ও নাটকে অভিনয় এবং নাচ নিয়ে বেশ ব্যস্ততা ছিল। তবে একটা সময় হুট করেই আড়ালে চলে যান। স্বামী, সংসার, সন্তানকে সময় দিতে গিয়ে মিডিয়া থেকে অঘোষিত একটি বিরতি নিয়ে নেন। সংসার গুছিয়ে এখন তিনি আবারও ফিরলেন কাজে।
নতুন কিছু বিজ্ঞাপনসহ বছরের শুরুতেই যুক্ত হয়েছিলেন একটি ওয়েব ফিল্মে। আলোক হাসানের পরিচালনায় ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ শেষও করেন শখ। বেশ লম্বা একটা বিরতি দিয়ে কাজে ফিরেই ব্যস্ত হয়ে গেছেন এ অভিনেত্রী ও মডেল।
এ প্রসঙ্গে শখ বললেন, ‘সবারই একটা জায়গা থাকে। আমিও মনে করি আমারও সেটা আছে। এটা ঠিক আমার কিছুটা গ্যাপ গেছে। কিš‘ সেই জায়গাটা তো আছেই। সেভাবেই আমার ফেরা।’
তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুর“ করেছি যে আমার বিশ্বাস ছিল, আমার দর্শক আমাকে কখনো ভুলে যাবে না।’
‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায়ও কাজ শুরু করেন শখ। এটি ২০১০ সালে মুক্তি পায়। এরপর ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন। পরে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।
শখের বশেই দুটি সিনেমা করেছিলেন, সিনেমা তাকে টানেও না বলে জানান শখ। তিনি বলেন, ‘সিনেমা দুটো হুট করেই করা। আমার আসলে তেমন কোন আগ্রহ সেসময় ছিল না, এখনো সিনেমাতে অভিনয় নিয়ে তেমন কোনো ইচ্ছাই নাই। নাটকের কাজই আমার বেশি ভালো লাগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here