স্ত্রী সানার জন্মদিনে আদুরে বার্তা শোয়েব মালিকের

0
95

পাকিস্তান ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শোয়েব মালিক তার স্ত্রী অভিনেত্রী সানা জাভেদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সানার জন্মদিনে আদুরে বার্তা দিয়েছেন মালিক।

রোববার এক ইন্সটাগ্রাম পোস্টে শোয়েব ক্যাপশন সহ তার এবং সানার তিনটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ জন্মদিন সানা শোয়েব মালিক।’ খবর জিইও নিউজের।

কিছু দিন আগে সানা এক ইনস্টাগ্রামে স্বামী শোয়েবকে নিয়ে পোস্ট দিয়েছিলেন। তিনি লিখেছিলেন,’কখনও কখনও অলৌকিক ঘটনাগুলো সদয় হৃদয়ের ভালো মানুষ হয়। ‘

শোয়েব মালিকের ছবি দিয়ে একটি হার্ট ইমোজিসহ ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছিলেন,’মাই ওয়ান অ্যান্ড অনলি এসএম। ‘

চলতি বছরের২০ জানুয়ারি নিজেদের  বিয়ের বিয়ের ঘোষণা দিয়েছিলেন শোয়েব ও সানা। এরপর থেকেই আলোচনা-সমালোচনায় এই দম্পতি।

এর আগে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন শোয়েব মালিক। সানা জাভেদও পাকিস্তানের অভিনেতা এবং গায়ক উমাইর জাসওয়ালকে বিয়ে করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here