আগামী ২১ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১৯ অক্টোবর) এই ম্যাচের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ম্যাচটির সর্বনিম্ন টিকিট মূল্য ১০০ টাকা আর সর্বোচ্চ ১ হাজার টাকা। ম্যাচ শুরুর আগের দিন তথা রোববার (২০ অক্টোবর) সকাল ১০টা থেকে মিরপুর স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে বুথ থেকে টিকিট ক্রয় করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
প্রথম ম্যাচে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে দর্শদকের খরচ হবে মাত্র ১০০ টাকা। আর সর্বোচ্চ ১ হাজার টাকা খরচ হবে গ্রান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে। এছাড়া নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মুল্য রাখা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউস ৩০০ আর ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ৫০০ টাকা।
৯ বছর পর বাংলাদেশ সফর করছে দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ২০১৫ সালের সফরে তিন সংস্করণের সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। টি-টোয়েন্টি সিরিজ হারলেও সেবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আর বৃষ্টিতে টেস্ট সিরিজের দুটি ম্যাচই ড্র হয়।