সহিংসতাকবলিত উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে শান্তিশৃঙ্খলা ফেরাতে সব নিরাপত্তা এজেন্সিকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে মোদি সরকার।
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছে, কয়েকদিন ধরে মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি নাজুক। শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি সহিংসতামূলক ও শান্তি বিঘœকারী কর্মকান্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শান্তি বজায় রাখতে ও গুজবে বিশ্বাস না করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে রাজ্যের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাজ্যটির জিরিবাম জেলায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১১ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। বোরোবেক্রা পুলিশ থানা ও থানা সংলগ্ন সিআরপিএফ ক্যাম্পে কুকি জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। তাতে এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে জঙ্গিদের আরেকটি দল নারী ও শিশুসহ ছয়জন মণিপুরীকে জঙ্গিরা অপহরণ করে। ওই ঘটনার পাঁচ দিন পর শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া সেই ৬ জনের লাশ উদ্ধার করা হয়।
যার মধ্যে আট মাসের একটি শিশু সন্তানও রয়েছে। নিহতরা সবাই মেইতি সমপ্রদায়ের মানুষ বলে জানা গেছে।