ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান পুতিনের

0
16

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে ইউক্রেনীয় সেনাদের জীবন বাঁচানোর অনুরোধের পর তিনি এ আহ্বান করেছেন।

রাশিয়ান টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে পুতিন বলেন, ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল।’

তিনি বলেন, যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে এবং তাদের সাথে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে। একইসাথে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়ার আহ্বান জানান।

এর আগে, ট্রাম্প বলেছিলেন, ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনাদের রুশ সামরিক বাহিনী সম্পূর্ণরূপে বেষ্টিত করে রেখেছে এবং তারা খুবই খারাপ ও ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে।’

তিনি বলেছিলেন, ‘আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে জোরালোভাবে অনুরোধ করেছি, তাদের জীবন রক্ষা করা হোক। এটি হবে একটি ভয়াবহ গণহত্যা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি।’

বৃহস্পতিবার ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও পুতিনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য মার্কিন-ইউক্রেনীয় প্রস্তাবের বিষয়ে একটি বৈঠকের আপডেট দেয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

তবে ইউক্রেনের সামরিক নেতৃত্ব এই দাবি অস্বীকার করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ইউক্রেনের জেনারেল স্টাফ বলেন, ‘আমাদের ইউনিটগুলোকে ঘিরে ফেলার কোনো হুমকি নেই।’

সূত্র : এএফপি/বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here