মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুর্শ শহরে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া। তার এই দাবি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি শনিবার এক টেলিগ্রাম পোস্টে বলেন, কুর্শ শহরে আমাদের সৈন্যরা এখনো অভিযান পরিচালনা করছে। তাদেরকে রুশ বাহিনী ঘেরাও করতে পারেনি।
তিনি আরো বলেন, যারা এখনো কুর্শ অঞ্চলে অভিযান পরিচালনা করছে, তাদেরকে ধন্যবাদ। সেখানে বিভিন্ন এলাকা থেকে উল্লেখযোগ্যসংখ্যক রুশ বাহিনী প্রত্যাহার করে নেয়া হয়েছে।
জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব সীমান্তে সৈন্য সংগ্রহ করছে এবং ইউক্রেনের উত্তর-পূর্ব সুমি অঞ্চলে আক্রমণের পরিকল্পনা করছে।
সূত্র : সিনহুয়া