ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত আল-আকসা টেলিভিশন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাবালিয়ায় আল-কানৌয়ার তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হলে তিনি নিহত হন। একই হামলায় বেশ কয়েকজন আহত হন।
অন্যদিকে গাজা সিটিতে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন এবং দক্ষিণ গাজার খান ইউনিসে একজন নিহত হন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
এই সপ্তাহের শুরুতে ইসরাইল হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইসমাইল বারহুম ও আরেকজন সিনিয়র নেতা সালাহ আল-বারদাউইলকে হত্যা করেছে।
হামাস সূত্র অনুসারে, বারদাউইল ও বারহুম উভয়ই ২০ সদস্যবিশিষ্ট হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা ও রাজনৈতিক কার্যালয়ের সদস্য ছিলেন। তাদের মধ্যে ১১ জন ২০২৩ সালের শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত হয়েছেন।
গত সপ্তাহ থেকে ইসরাইল দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে গাজায় বোমাবর্ষণ ও স্থল অভিযান পুনরায় শুরু করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস যুদ্ধবিরতি বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করায় তিনি হামলার নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি আবারো হুমকি দিয়েছেন, হামাস যদি তাদের দখলে থাকা অবশিষ্ট পণন্দীদের মুক্তি না দেয় তবে গাজার অঞ্চল দখল করা হবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে গাজায় ইসরাইলের বড় ধরনের সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৮৩০ জন নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।
সূত্র : রয়টার্স