একই দিনে দুই দিপুর স্বর্ণ জয়

0
13

একই দিনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিপু চন্দ্র রায় ও আনসারের মোহাম্মদ দিপু স্বর্ণ জয় করেছেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হ্যান্ডবল স্টেডিয়ামে শেষ হওয়া জাতীয় কুস্তিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পুরুষ ও নারী দু’ বিভাগেই চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। তারা পুরুষ বিভাগে সাতটি স্বর্ণ, একটি রৌপ্য ও ব্রোঞ্জ জয় করে। নারী বিভাগে তাদের অর্জন ছয়টি স্বর্ণ ও একটি রৌপ্য ও ব্রোঞ্জ। পুরুষ বিভাগে বিজিবি দু’টি স্বর্ণ, রৌপ্য ও একটি ব্রোঞ্জ পেয়ে রানার্সআপ হয়েছে। নারী বিভাগে সেনাবাহিনী রানার্সআপ হয়ে পেয়েছে তিনটি স্বর্ণ ও চারটি ব্রোঞ্জ।

বিজিবিতে কর্মরত দিপুর বাড়ি দিনাজপুর এবং ব্যাটালিয়ান আনসারে কর্মরত মোহাম্মদ দিপুর বাড়ি কুমিল্লায়। দু’জনই বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। দু’জনই দু’মেয়ের বাবা।

মোহাম্মদ দিপু জানান, ‘আমি সেই ২০১২ সাল থেকেই টানা স্বর্ণ জিতে আসছি। শুধু গত বছর সেনাবাহিনীর প্রতিপক্ষের কাছে হারতে হয়েছিল। ২০১৪ সালে সেরা কুস্তিগির হয়েছিলাম।’

দিপু চন্দ্র জানান, ‘আমাদের খেলার পাশাপাশি সীমান্ত রক্ষার কাজ করতে হয় দেশের স্বার্থে। এরপরও আমাদের প্রতিষ্ঠান বিজিবির চেষ্টায় আমরা খেলে যাচ্ছি ও সাফল্য পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা যে খেলে পদক জিতেছি এটাইতো অনেক। আমাদের ফেডারেশনের তো নিজস্ব কোনো ভেন্যুই নেই। দক্ষিণ এশীয় গেমস-এ ভালো করতে হলে বিদেশী কোচ এবং দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here