এবার দিল্লি থেকে মোছা হলো আওরঙ্গজেব লেনের নাম

0
134

ফের রাস্তার নাম বদল দিল্লিতে। আবার উঠল নরেন্দ্র মোদির জমানায় মোগল ইতিহাস মুছে ফেলার চেষ্টার অভিযোগ। দিল্লির আওরঙ্গজেব রোডের নাম পাল্টে ড. এ পি জে আব্দুল কালাম রোড করা হয়েছিল ২০১৫ সালের অগস্টে। আপত্তিও উঠেছিল তা নিয়ে। তবু লাটিয়েন্স দিল্লিতে ওই আব্দুল কালাম রোড এবং পৃথ্বীরাজ রোডের সংযোগকারী রাস্তাটির নাম এত দিন আওরঙ্গজেব লেন ছিল। এবার তার নামও পাল্টে ড. এ পি জে আব্দুল কালাম লেন করা হলো। বুধবার নয়াদিল্লি পুর পরিষদ (এনডিএমসি)-এর এক বৈঠকে এই নাম বদল সংক্রান্ত প্রস্তাবটিতে সিলমোহর দেয়া হয়েছে বলে সংস্থার ভাইস চেয়ারম্যান সতীশ উপাধ্যায় জানিয়েছেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েলফেয়ার পার্টি অব ইন্ডিয়ার সভাপতি এস কিউ আর ইলিয়াস বলছেন, ‘তাদের কাছে ঐতিহাসিক চরিত্র বা মোগল সম্রাটদের নামের লম্বা তালিকা আছে, যে নামগুলো তারা মুছে ফেলতে চান।’

ইতিহাসবিদদের একাংশও অসন্তুষ্ট। ইতিহাসবিদ নারায়ণী গুপ্তের মন্তব্য, ‘নয়াদিল্লিতে নতুন রাজধানী তৈরির সময়ে ঔরঙ্গজেব রোডের মতো একগুচ্ছ নাম দিয়েছিল ব্রিটিশ শাসক। সেন্ট স্টিফেন’স কলেজে পার্সিভাল স্পিয়ার তখন ইতিহাস পড়াতেন। তিনি এমন নাম বাতলে দিয়েছিলেন। কাজেই নামকরণেরও ইতিহাস আছে। নিছক একটা নাম-লেখা পোস্টের বদলে কালামের উদ্দেশে সত্যিকারের শ্রদ্ধার্ঘ্য হতে পারত ছোটদের জন্য তৈরি করা একটা বিজ্ঞান প্রদর্শশালা।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here