বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো জননিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি এবং এ বছর জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো: নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে গত সাত মাসে পুলিশি ব্যবস্থা, আইন ও শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এটা একটা মাত্রায় ঘটলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি।’
তিনি বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা ও পুলিশের যে অবস্থা তাতে আমি মনে করি না একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনের আগে কথিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে মতৈক্যে পৌঁছানো জরুরি।’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘আমরা যদি এক মাসের মধ্যে মতৈক্যে পৌঁছাতে পারি তাহলে আমরা শিগগিরই নির্বাচনের আহ্বান জানাতে পারব। কিন্তু এর জন্য যদি আরো সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হবে।’
সূত্র : বিবিসি