জাগো মোমিন
মোঃ এনামুল হক
নিশি রাতে জাগো মোমিন
এলো রমাদান,
আরামের ঘুম হারাম করে
সেহরি করো পান।
দিনের খাবার রাতে খাবো
করবে না কেউ মানা,
পাপ কর্ম করবো নাকো
প্রভুর কাছে চাই ক্ষমা।
মুখে আহার তুলবো নাকো
থাকবো অনাহারে,
রোজা রাখলো না খেয়ে যে
ইফতার দিব তারে।
সিয়াম সাধনায় মত্ত থাকবো
দিন রজনী ধরে,
ইফতার শেষে তারাবির নামাজ
পড়বো মসজিদ ঘরে।
সময় কালে মোমিন ধরো
সিয়াম সাধনা,
সামনের বছর এমন দিনটি
হয়তো পাবো না।