কবিতা/তীর্থযাত্রা

0
131

তীর্থযাত্রা
সাজু কবীর

যুগের জোয়ালে নত মাথার ওপর
অজানা তপ্ত দুপুর। পাখির গোটানো
ডানায় বাজে গ্রীষ্ম-নূপুর। রোদেরা
মায়ার আঁচল খোঁজে ছায়া সুনিবিড়
বনশ্রীর…

ইট-সিমেন্টের আনাগোনা চিরচেনা
বনে-যেখানে একদা মা আমার লাউবীজ
পেয়েছিলো। পাশে প্রবাহিত নদীগর্ভে
ডুব দিয়ে তুলে এনেছিল সন্তানের
সরল সভ্যতা…

বনের বাহার খুঁড়ে এনে সাজুগুজু
করে শহুরে-সভ্যতা। বেলকনি, ছাদ
উঠোনে-আঙিনায় সবুজ ভালোবাসা,
বুক ভরে শ্বাস নেয় তোমার আমার
তৃষ্ণার্ত আধুনিকতা;

নাগরিক মন আজ প্রকৃতির টানে
প্রয়োজনে তীর্থযাত্রী সেজেছে ঐ বনে…
————————————-
বাহার কাছনা, রংপুর
০১৭১৬২৭৬২৯৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here