পঁচিশে মার্চ
রাজীব হাসান
পঁচিশে মার্চ কালো রাতে স্বাধীকারের দাবি মুছে দিতে
পাক বাহিনী চালায় গুলি নির্মমভাবে প্রতিশোধ নিতে
পঁচিশে মার্চ থেকে ঢাকার পরিস্থিতি ছিল বেশ থমথমে
নৌ-পথে পাক বাহিনী বাংলা আসে সবাই হয়ে গমগমে।
ভয়াল সেই কালো রাতে চালায় নির্মম অত্যাচারে রুলার
সেদিনের সে ভয়াল তান্ডব বলো কি সাধ্য আছে ভোলার
বছরের এই দিনটা এলে বুকে নামে এক অমানিশার ঘোর
আসবে কবে ভয়াল রাত পেরিয়ে এক স্বাধীনতার ভোর।
বাংলার বুকে পঁচিশে মার্চ পাক বাহিনীর চালানো গুলি
লাশে লাশে রাজপথ ভরে গেছে সে কথা কিভাবে ভুলি
রাতে আকাশ আলোকিত হয় কামানের ঝলকানিতে
ছাব্বিশে মার্চ আলো আসে স্বাধীনতার অমর বানীতে।
রাজীব হাসান
গ্রাম- আলামপুর ৩নং
পোষ্ট- কোটচাঁদপুর
থানা- কোটচাঁদপুর
জেলা- ঝিনাইদহ
০১৯৮৫-৮১৫০৭১