বৈশাখী মেলা
আতিকুর রহমান
চলরে সবাই বটের ছায়ায়
বসলো বোশেক মেলা
কিনবো লাঠিম কিনবো গাড়ি
করবো, দারুন খেলা।
বোনের জন্য কিনবো চুড়ি
লেইস ফিতা আর শাড়ি
বাংলা সাজে সাজবে বোন
মাতিয়ে রাখবে বাড়ি।
ঢোলের শব্দে বাঁশির সুরে
বৈশাখী গান তুলে
নতুন দিনের আনন্দেতে
নাচবো হেলে দুলে।