///শুষ্ক হৃদ ভিটা
——- মমতা মজুমদার
এখন আমি তপ্ত রোদে পুড়ছি দিবারত
চৈত্র বৈশাখ পিঠে চেপে বসছে অবিরত।
খরায় ভীষণ পুড়ছে হিয়া শুষ্ক হৃদ ভিটা
একটুখানি প্রশান্তি পেলে মনটা হত মিঠা।
এখন শুধুই দাবানলে পুড়ছে কতক কায়া
পৃথিবীটা পুড়ে পুড়ে রেখে গেছে তার মায়া।
অধির হয়ে দেখি কোথাও নেই যে কোন ক্ষণ
দুঃখ স্রোতের বারিধায়ায় বসুধার শান্ত মন।
এখন সময় আঁধার ভীষণ দগ্ধতায় চারপাশ
তৃপ্তি ভরে এ ধরার বুকে পাইনা নিতে শ্বাস।
কোথায় আছে শান্তি খুঁজি পাখির মত ঘুরে
অবিশ্বাস্য হলেও যদি নিতাম খানিক কুঁড়ে।
কার বুকেতে দুঃখ খেলে কার হৃদয়ের দহন
সময় করে দেখতাম শুধু, নিরব সাগর বহন।