কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করবেন ক্রীড়া উপদেষ্টা

0
10

কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

আগামীকাল বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে আন্তর্জাতিকমানের নবনির্মিত এই স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক তৌফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রঙ-বেরংয়ের পতাকা ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে স্টেডিয়ামের আঙ্গিনা।

এদিন ক্রীড়া উপদেষ্টা সকাল ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ সম্প্রসারণ কাজের ফলক উম্মোচন করবেন। দুপুর ১২টার দিকে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান যোগ দেবেন। দুপুর ২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় অংশ নিবেন।

কুষ্টিয়া নবনির্মিত বিশালাকার স্টেডিয়ামে বিশালাকার মাঠ এবং রঙিন গ্যালারি ভিন্ন এক রূপ নিয়েছে। জেলার ক্রীড়াবীদ ও ক্রীড়াঙ্গনের মানুষদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে।

কুষ্টিয়াবাসীর দীর্ঘ দিনের প্রতিক্ষিত নতুন স্টেডিয়ামের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গনের প্রসার ও ব্যপ্তি ঘটবে সেই সাথে জাতীয় ও আন্তার্জাতিক খেলাধুলার ভেন্যু হওয়ার সম্ভাবনা বেড়ে গেল। ৪০ কোটি এক লাখ টাকা ব্যয়ে ২০২২ সালের ১৩ জানুয়ারি নবনির্মিত স্টেডিয়ামের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

সাড়ে আট হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামে চারতলা বিশিষ্ট প্যাভিলিয়ন, দু’টি প্লেয়ার্স ড্রেসিং রুম, অফিস কক্ষ, প্রেসিডেন্ট বক্স, ভিআইপি বক্স ও ভিআিইপি গ্যালারি খেলার মাঠের পরিচর্যার জন্য একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আরসিসি ড্রেন ও গার্ড ওয়ালসহ গ্রীল ফেন্সিং রয়েছে। ১৪০ জন ধারন ক্ষমতা সম্পন্ন ভিআইপি গ্যালারি, প্রেসকর্ণার। এছাড়া স্টেডিয়ামে ক্রিকেট ও ফুটবল মাঠ রয়েছে। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা অত্যাধুনিক সেই সাথে মূল মাঠ সুন্দর কাঠামোতে করা রয়েছে।

গতকাল দুপুরে নবনির্মিত স্টেডিয়াম পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম সচিব আজমুল হক। এ সময় কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভির রহমান, ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here