ক্লিন,গ্রীন ও স্মার্ট সি‌লেট গড়ার ল‌ক্ষ্যে সিসিক মেয়র এর সা‌থে ব্যবসায়ীদের বৈঠক

0
145

দু’টি পাতা,একটি কুঁড়ির পূণ্যভূমি সিলেটকে ক্লিন, গ্রীন ও স্মার্ট সি‌লেট গড়ার ল‌ক্ষ্যে ২৮ এপ্রিল রবিবার  সিলেট সিটি কর্পোরেশন এর সভা কক্ষে মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরীর সা‌থে আলোচনায় যোগ‌দেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্স সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলা‌দেশ সরকারের সা‌বেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ এবং লন্ডন থে‌কে অনলাইনের মা‌ধ্যেমে যোগ‌দেন আন্তর্জা‌তিক ব্রিটিশ বাংলা‌দে‌শি বি‌শিষ্ট ব‌্যবসায়ী জনাব আমজাদ সু‌লেমান ও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ‌্যসহ বি‌শ্বের ক‌য়েক‌টি দে‌শের বি‌নি‌য়োগকারী প্রতিষ্ঠা‌নের শীর্ষ স্থানীয় ব‌্যবসায়ী নেত্রবৃন্দ।

এসময় সিসিক মেয়র সিলেটকে ক্লীন, গ্রীন ও স্মার্ট সিলেট করে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলতে সকলের সহযোগিতা কামনা করেন।

পরে সিলেট সার্কিট হাউসে ড. বিকর্ণ কুমার ঘোষ এর সাথে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, মহাসচিব উৎফল বড়ুয়া ও যুগ্ম মহাসচিব তাজিদুর রহমান সহ নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here