গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত নেতানিয়াহুর

0
20

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কাতার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লুসিয়ানো জাকারা আল জাজিরাকে বলেছেন, ইসরাইলি সরকার দু’টি প্রধান লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

জাকারার মতে, প্রথম লক্ষ্য ছিল বন্দীদের মুক্তি, যা মূলত আলোচনার মাধ্যমেই সম্পন্ন হয়েছে। তবে দ্বিতীয় লক্ষ্য হলো হামাসকে সম্পূর্ণ ধ্বংস করা। আর নেতানিয়াহুর কাছে সর্বদা এটিই অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতি চুক্তির কারণে পদত্যাগের পর জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে ইতামার বেন-গভিরকে পুনর্নিয়োগ করা হয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আর কোনো আলোচনা বা যুদ্ধবিরতি হবে না।

জাকারা উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়া নেতানিয়াহুর জোটের অনেক সদস্যের জন্য একটি পরাজয় হিসেবে দেখা হয়েছে।

তিনি বলেন, ‘বন্দীদের’ ইতোমধ্যেই বলি দেয়া হয়েছে। তারা যা চায় তা হলো যুদ্ধ।’

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here