গাজায় ইসরাইলের হামলায় ৮৯ নারী ও ১৭৪ শিশু নিহত

0
11

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলি বাহিনী নতুন করে হামলা শুরু করেছে। মঙ্গলবার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান গাজায় হামলা চালিয়ে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় নিহতদের মধ্যে কমপক্ষে ৮৯ জন নারী ও ১৭৪ জন শিশু রয়েছে।

বুধবার দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা এক বিবৃতিতে বলেন, ‘নিহতদের মধ্যে ৮৯ জন নারী, ১৭৪ জন শিশু এবং ৩২ জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।’

তিনি বলেন, মঙ্গলবার ইসরাইলি হামলায় নিহতদের বেশিভাগই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

তিনি আরো বলেন, ‘এই পরিসংখ্যানগুলো গাজায় আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাতে ইসরাইলি দখলদারদের পূর্বপরিকল্পিত অভিপ্রায়কে নিশ্চিত করে।’

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিভাগই নারী ও শিশু। আহত হয়েছেন এক লাখ ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here