গেইলের রেকর্ড ভাঙলেন মাহমুদুল্লাহ

0
13

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার ক্রিস গেইলকে সড়িয়ে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক হলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ।

মঙ্গলবার রাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি চার ও ৪টি ছক্কায় ৯২ বলে ৬২ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। এই ইনিংস খেলার পথে ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক বনে যান তিনি। এত দিন ওয়ার্নার পার্কে সর্বোচ্চ রানের মালিক ছিলেন গেইল।

ওয়ার্নার পার্কে পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে তিনবার অপরাজিত থেকে চারটি হাফ-সেঞ্চুরিতে ১২৮.৫০ গড়ে ২৫৭ রান করেছেন মাহমুদুল্লাহ। আট ম্যাচের আট ইনিংসে দু’টি হাফ-সেঞ্চুরিতে ৩১ গড়ে ২৪৮ রান আছে সাবেক ব্যাটার গেইলের।

এ তালিকায় তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। পাঁচ ম্যাচের পাঁচ ইনিংসে একবার অপরাজিত থেকে দু’টি হাফ-সেঞ্চুরিতে ৬০.২৫ গড়ে ২৪১ রান করেছেন ক্লার্ক।

ওয়ার্নার পার্কে পাঁচ ওয়ানডে ইনিংসে মাহমুদুল্লাহর স্কোর- ৫১*, ২৭, ৬৭*, ৫০* (চলতি সিরিজের প্রথম ম্যাচ) ও ৬২।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১৪ ওয়ানডেতে চারটি অর্ধশতকে সর্বমোট ৪২৩ রান করেছেন ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here